স্রান্ত ক্লান্ত সর্ব স্তরে উদভ্রান্ত,
তোমার লাগি করেছি কর্ম অক্লান্ত,
আজি সহসা মনের দুরাশা,
কভু কি করেছি পান, এমন স্যাম্পান!
তুমি আমি দুজন? একান্তে আপন!
দেখিয়া চকিতে তোমার ঠোটেতে,
তৃষ্ণা নিরাময় গোলক,
আহামরি কিছু না, তবু মন উতালা।
আমিও যে তৃষ্ণার্থ এক।

======