প্রতীক্ষায় মন উপেক্ষা করা বড়ই কঠিন,
এই সংসারের মোহমায়া টেনে রাখে খুব আমাকে।
যতই বিবাগী মন হোকনা কেনো আজ,
ক্ষয়ে ক্ষেয়ে ক্ষত হয়ে গেছে এ মন।
জীবনের সোপান বয়ে শত দুঃখে কেটেছে মনে,
কত রাত কত দিন কেটে গেছে বিষণ্ণ অবসাদে।
অগুন্তি কালো মেঘ জমে আছে এখনো মনে,
কড়ায়-গন্ডায় হিসাবের খাতা হয়তো পূরণ হয়নি আমার।
প্রদীপের নীচে, মনের মন্দিরে এক কোণে,
আমি পেতে চাই শান্তির ছায়া।
অন্ধকার নয়, উজ্জল জ্যোতিস্ক হয়ে বাঁচতে চাই
সকলের মনে শান্তি আগুন জ্বালাতে চাই।
নিদারুণ গভীর মনের ক্ষত নিয়ে,
শীতের উষ্ণ কাঁথার আশ্রয়ে তৃপ্তি হতে চাই।
মহাসমুদ্রের অতল থেকে উত্থিত একমুঠো,
মুক্তা ভরা শক্তি তুলে এনে নিজের মনের গভীরে মাখতে চাই।
এইটুকু মিনতি আমার ধরিত্রীর উপর।
শুধু একবার কোনো এক নিশীথান্তের প্রভাতে
যেন ফিরে পাই, প্রতীক্ষার মুক্তি শাস্তির আলো।
=========