উচু দালান, ব্যস্ত শহরের মাঝে খানিক টা সময় হবে আমার জন্য?
তোমায় কিছু কথা বলার ছিলো!
সত্যি কি জানো -
যেখানে তুমি আছো, সেখানে শূন্যতা আছে !
সেখানে একাকীত্ব প্রহর জুড়ে বাড়তে থাকে!
প্রকৃতির রঙ ক্রমশ ঝাপসা হয়ে আসতে শুরু করে !
পলকেই চেনা শহর, উচু দালান, প্রকৃতিকে ভীষণ অন্যরকম লাগে !
যেখানে তুমি আছো, সেখানে সম্পূর্ণটাই ঘিরে রয়েছে অপূর্ণতা!
যেখানে তোমার প্রতি ভালোবাসা আছে, সেখানে রয়েছে হৃদয় ভাঙার ব্যথা !
এ শহরের রোদমাখা দিনগুলো থেকে শুরু করে বৃষ্টিস্নাত দিনগুলো তোমায় মনে করিয়ে দেয়!
শহর ঘিরে প্রত্যেকটা ধুলিকণায় তোমার অস্তিত্ব অনুভব করি আমি!
বৃষ্টি ভেজা শহরে চারপাশ যখন নীরব হয়ে আসে,
অসম্ভব মনে পড়ে তোমায়!
তোমায় আমি না চাইতেই পেয়ে গিয়েছিলাম,
তবে ধরে রাখতে পারলাম না!
এ শহর জুড়ে তোমার অস্তিত্ব আর স্বপ্ন গুলো রয়েছে,
শুধু তুমি আমার পাশে নেই!!
জানি তোমায় আর পাওয়া হবে না,
তুমি অন্য কারো অধিকার।
তবে কি জানো?
-মনের মাঝে কোথাও একটা আশা রয়ে গেছে!
একটি বারের জন্য হলেও তুমি বলবে,
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি।
==============