নতুন সূর্যের আবাহনে রুদ্র সময়ের অবগুণ্ঠন খসে পড়ে,
অতীতের অপ্রকাশিত ব্যথা আর স্খলিত আনন্দের ছায়ারা, ধীরে ধীরে বিলীন হয় কালের অন্তর্লীনে।
নববর্ষ, নবসূর্যের অঘ্র—তুমি সময়ের অনিবার্য নর্তকী,
তোমার প্রতিটি পদক্ষেপে জন্ম নেয় চেতনার নবজাগরণ।

প্রত্যাশার অনিঃশেষ প্রান্তরে তুমি এক শান্ত স্বপ্নদূত,
যার স্পর্শে জেগে ওঠে বিস্মৃত হৃদয়ের প্রণোদনা।
তুমি নিয়ে আসো প্রতিজ্ঞার দুর্বার স্রোত,
যা স্নাত করে ক্লান্ত আত্মাকে,
তোমার অগ্নিময় ধ্বনিতে পুনরুদ্ধার হয় মানুষের অনাদি শুদ্ধতা।

তবুও, তোমার ছায়ায় লুকিয়ে থাকে সংশয়ের ম্লানতা।
নতুন পথচলার আহ্বান সত্ত্বেও, ভিতরেই গুমরে ওঠে পুরনো শিকড়ের আকর্ষণ।
তোমার প্রতিটি সূর্যোদয়ে লেখা হয় সংশয় আর অগ্রগতির দ্বন্দ্বমুখর গাথা।

নববর্ষ, তুমি এক বিপুল সম্ভাবনার নির্জন সৌধ,
যেখানে মানুষের আকাঙ্ক্ষা আর প্রার্থনার সম্মিলনে
রচিত হয় স্বপ্নের অক্ষরজাল।
তোমার আকাশে জ্বলজ্বল করে শ্রেষ্ঠত্বের নক্ষত্রমালা,
আর তলদেশে ভেসে চলে সময়ের অনিবার্য স্রোত।

তুমি শুধু সময়ের পরিবর্তন নও—
তুমি এক অনন্ত প্রতীক অগ্রগতির, পুনর্জন্মের,
আর আত্মার আলোকিত অভিযাত্রার।
তোমার মগ্নতার বুকে নিহিত রয়েছে জীবনের সেই চিরন্তন বাণী—
"নবীনতাই প্রতিটি অস্তিত্বের প্রকৃত শোভা।"

========