নিঃশ্বাসে গন্ধ নেই,
হাওয়ার বুকে আর নেই সেই স্নিগ্ধতা।
দিগন্তে মিশে থাকা সবুজ আভা ক্রমশ হচ্ছে বিবর্ণ।
নদীর জলে আর দেখা মেলে না সেই স্বচ্ছতা,
বুকে আজ জমেছে কাদা,
ভেসে বেড়াচ্ছি হয়ে প্লাস্টিকের নৌকা।

শহরের রাস্তায় চলতে, চোখে পড়ে না গাছের সারি।
মানুষের পদচারণায় হারিয়ে গেছে প্রকৃতির নীরব সুর।
যেখানে একসময় ছিল পাখির কলরব,
সেখানে আজ শুধুই গাড়ির শব্দ,
প্রলয়ঙ্কারী ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ।

উন্নতির পথে হেঁটে, ভুলে গেছে প্রকৃতির বন্ধন।
একদিকে গড়ে উঠছে ইট-পাথরের দালান,
অন্যদিকে নিঃশেষ হচ্ছে, সবুজ ছায়া বাগান।
সবাই জানি, অথচ বুঝতে চাই না প্রকৃতির সঙ্গে লড়াই,
ধ্বংস হচ্ছে সবুজ ছায়া, স্বপ্ন ভবন গড়া'ই।

নীরব ধ্বংসের পথে হাঁটছি!
যেন এক অদ্ভুত ঘুমে আচ্ছন্ন।
একদিন প্রকৃতি যখন জেগে উঠবে,
তার ক্রোধের সামনে কে থাকবে!
মানুষের হাতে তৈরি এই পৃথিবী হয়তো থাকবে,
কিন্তু সেখানে থাকবে না কোনো প্রাণের অস্তিত্ব!
থাকবে না কোনো আনন্দ হর্স।

========