আঁধারের ঝুড়ি বোঝাই দুঃখগুলো কোথায় রাখবে?
কান্নার সুরে মিশে থাকা সেই ক্ষরণ, যেন অন্তহীন এক সঙ্গীত।
সুখের খরা চলছে তোমার পৃথিবীতে!
যেখানে প্রতিটি শ্বাসে মিশে থাকে অনিচ্ছার বিষাদ।
ব্যথার আগুন জ্বলে দ্বিগুণ, আর মনের ভেতর ফাগুন মরছে গুমরে গুমরে।
রঙিন দিনের সঙ্গী যেই দূরে সরে গেছে, আঁধার তার সুযোগ নিয়েছে।

আমি জানি, আমিও লুকাই দুঃখ, আর নিজেকে সাজাই বড় সুখী।
কিন্তু তুমি?
তুমিও কি এমন করে নিজের কষ্ট আড়াল করো?
তোমার অন্তরের অসুখ কি আমার চোখে ধরা পড়ে না?

জীবন তো একদিন বদলাবে।
এই আঁধারের চাদর সরিয়ে, কাঙ্ক্ষিত ভোর এসে দরজায় দাঁড়াবে।
আলোর স্পর্শে ভুল'গুলো মুছে যাবে,
আর তখন! তখন ডেকে নিও ভালোবাসাকে বুকে।

আঁধার পিছুটান দেয়, কিন্তু আলো?
আলো শুধু এগিয়ে যেতে জানে।
এই যে বেদনা'গুলো জমেছে, তা একদিন অভিজ্ঞতার মুকুট হবে।
শুধু অপেক্ষা করো।
আলো ঠিক আসবে একদিন, আর তোমার হৃদয়কে ভরিয়ে দেবে নতুন স্বপ্নে।

আঁধারের বোঝায় ভরা ক্লান্ত মন,
কান্নার সুরে বাঁধা জীবনের করুন গান,
সুখের খরা পেরিয়ে বেদনা'ই হয়ে ওঠে সঙ্গী।
তবু মনের গভীরে জ্বলে ফাগুনের ধোঁয়া।
আমি হাসির আড়ালে লুকাই নিজের ব্যথা,
তুমিও কি আড়ালে রাখো তোমার শূন্যতা?
ভোর আসবে, আলো ছুঁয়ে যাবে আমাদের ভুলে,
তখন ভালোবাসাকে ডেকে নিও নিঃস্ব বুকে।

=========