অদৃষ্টের মায়াজালে বাঁধা এ জীবন,
অদেখা ছন্দে বাজে নিয়তির বীণ।
খুঁজে ফিরি প্রতিদিন, সুখের সেই গান,
অদৃশ্য বাঁশিতে বাজে অমলিন তান।
কখনো বা হেসে ওঠে আকাশের তাঁরা,
মৃদু হাসির মাঝে লুকানো সব কান্না।
স্বপ্নের পরশ মেখে সদা, চলি অজানায়,
অদৃষ্টের মায়াজাল বুনে দিগন্ত প্রান্তরায়।
বেদনার সুরে বাঁধা জীবনের রাগিণী,
প্রতিটি পদক্ষেপে অদৃষ্টের কাহিনী।
ভাঙা গড়ার মাঝে খুঁজে ফিরি শান্তি,
অদৃষ্ট পাল্টাতে ছুটেছি অমোঘ, বেড়েছে ক্লান্তি।
অসীম পথ চলায় মিলবে কি ঠিকানা?
অদৃষ্টের মায়াজালে জড়ানো এই যাত্রা।
বুঝি না কোথায় শেষ, কোথায় শুরু হয়,
নিয়তির বুকে লেখা, সুরম্য ভঙ্গুর হৃদয়।
নিয়তির অমোঘ টানে ভেসে যাই প্রতিক্ষণ,
অদৃষ্টের মায়াজাল, অবিরত চলা অনুরণ।
প্রতিটি নিঃশ্বাসে বাজে অদেখা সেই গান,
অদৃষ্টের মায়াজালে, বাঁধা রয়ে যায় প্রাণ।
=========