পরী হবার স্বপ্ন ছিলো
যখন বয়স দশ,
তখন থেকেই ইচ্ছা তোমার
সময় করার বশ!
যেথায় খুশি সেথায় যাবে
যখন যাবে মন,
থাকবে স্বাধীন ইচ্ছে ডানা
সঙ্গে সারাক্ষণ!
শুনবে নাকো কারুর মানা,
মানবো নাকো বাধ,
যেথায় খুশি সেথায় যাবে
যখন যেমন সাধ!
তখন থেকেই স্বাধীনচেতা
হয়তো ছিলো প্রাণ,
তাইতো বুঝি ঐ স্বপনের
মনে অধিষ্ঠান!
আজকে যেমন উদাস তুমি,
ভাবছো তুমি একা,
তেমন করেই ভাবছি তোমায়,
প্রিয়তমা অনামিকা।

========