নিঃসঙ্গ জীবনের বিষন্ন সন্ধ্যা,
নীল আকাশে মেঘের ছায়া!
দূরে সরে যাওয়া দিনের আলো,
মনে জাগায় একা থাকার ব্যথা।

গোধূলির রঙে লুকানো অশ্রু,
হৃদয়ের কোণে ভাঙা স্বপ্ন!
শূন্য পথে পায়ের চিহ্ন,
হারানো দিনের সুর যেন স্তব্ধ!

নিস্তব্ধ সন্ধ্যার নীরবতা,
মনে আনে পুরোনো স্মৃতির ছোঁয়া।
হারিয়ে যাওয়া প্রিয় মুখের ছবি,
অন্তরে বাজে সুরের মূর্ছনা।

রাতের আকাশে ঝিলমিল তাঁরা,
নিভে যায় মনের সুখ আরাধনা।
নিঃসঙ্গ জীবনের বিষন্ন সন্ধ্যা,
সারাক্ষণ হাহাকার অতৃপ্ত ধরা!

একাকীত্বের চাদরে মুড়ে,
মন খুঁজে ফেরে সান্ত্বনা।
তবু, নীরবতা বলে দেয়,
বিষন্নতা শান্তি সুধায়।

বৃষ্টি নামার প্রতীক্ষায় মন,
মুছে যাবে সব দুঃখের কণা!
নতুন দিনের আশায় বেঁচে থাকা,
নিঃসঙ্গ জীবনের বিষন্ন সন্ধ্যা।

=======