ভালোবাসা কি নিঃস্বার্থ ? নাকি তার মাঝেও খানিকটা স্বার্থ রয়েছে ?
রয়েছে খানিকটা টা গর্ব, ব্যাকুলতা কিংবা একটুখানি পাওয়ার আশা!
হয়তো ভালোবাসার হতে পারে এক চিলতে হাসি..
যা প্রেমিকার দু ঠোঁটে লুকোচুরি খেলে,
কিংবা প্রেমিকের চোখে মায়ার মাঝে লুকিয়ে থাকা এক গুচ্ছ অভিমান!
ভালোবাসা নিকোটিনের ধোঁয়ায় উড়তে থাকা আক্ষেপ,
যা হারিয়ে যায় ব্যস্ত শহরের দীর্ঘশ্বাস গুলোর মাঝে! ভালোবাসা হলো, সদ্য জন্ম নেয়া শিশুর বেঁচে থাকার অবলম্বন!
ভালোবাসা হলো নির্ভরতা!
এ অবহেলিত নগরের মানুষের দিন শেষের আক্ষেপ কিংবা আশ্রয়!
ভালোবাসা আর মায়ার যোগ সূত্রটা কোথায়?
দুটোই সর্বগ্রাসী! যা মানুষকে চরম সুখ দিতে পারে,
পলকেই তাকে বানিয়ে ফেলতে পারে একজন অসম্ভব সুখী মানুষ,
আবার পরোক্ষণে মানুষকে চরম দুঃখের সান্নিধ্য এনে দিতে পারে!
তাকে চরম ভাবে পোড়াতে পারে মনের আগুনে!
এটাই হলো ভালোবাসার সমীকরণ!
যার সমাধান মেলানোর পূর্বেই মানুষ নিজেকে পৃথিবীর বুক থেকে হারিয়ে ফেলে!!
থেকে যায় রহস্য, আবারো শুরু হয় প্রথম থেকে ;
হয়তো কোনো পিতামাতার কোলে কিংবা প্রেমিকের হাত ধরে প্রেমিকার।