তোমাকে লিখছি,
এখন আমি শহরের রাজপথে ফেরী করি।
ফেরী করি অনেক অনেক স্বপ্ন!
যে স্বপ্ন তুমি আমায় একদিন দেখিয়েছিলে।
আমি মার্কস পড়েছি লেলিন পড়েছি
পড়েছি সাম্যবাদের দর্শনের কথা।
কলেজ ক্যান্টিনে বসে তুমি স্বপ্ন দেখিয়েছিলে—
এক নতুন পৃথিবীর স্বপ্ন।
আমরা পথে নেমেছি অধিকার আদায়ের জন্যে,
স্বপ্ন দেখেছি, স্বপ্ন আঁকতে শিখেছি!
আমরা সবাই মিলে পথ চলেছি,
সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছি।
কিছু অধিকার পেয়েছি, কিছু পাই নি,
যা পেয়েছি তা ভাগ করে দিয়েছি সর্বজনে।
ভালোবাসতে চেয়েছি মানুষকে।
এ ভালোবাসা তুমি শিখিয়েছিলে।
শিখিয়েছিলে কেমন করে ভালোবাসতে হয়।
শিখিয়েছিলে কেমন করে স্বপ্ন দেখতে হয়।
শিখিয়েছিলে কেমন করে অধিকার ছিনিয়ে নিতে হয়।
তুমি শিখিয়েছিলে, তাই আমি স্বপ্ন দেখি।
এখন আমি শহরে শহরে স্বপ্ন বিক্রি করি!
অনেক স্বপ্ন আছে আমার ঝুলিতে!
বেকারের চাকরী, সকলের রোজগার;
মাথার ওপর ছাদ, পায়ের তলায় জমি।
স্বপ্ন দেখাই মূল্যবোধের, দেখাই সাম্যের,
স্বপ্ন দেখাই আত্মসম্মানের দেখাই বিশ্বাসের!
নিজের দুপায়ে ভর দিয়ে দাড়ানোর স্বপ্ন দেখাই।
স্বপ্ন দেখাই দুহাতে তুলে ধরতে কাস্তে হাতুরী।
আজকাল কেউ স্বপ্ন দেখে না।
বিনিপয়সার রেশনে লম্বা লাইন!
বিনাশ্রমে ছুড়ে দেওয়া দুটো টাকার জন্যে লম্বা দৌড়!
মানুষগুলো ক্রমে ক্রমে চেতনাহীন হয়ে পড়ছে।
তাই তো আমি স্বপ্ন বেঁচি!
তোমার দেখানো পথে চলতে শেখাই।
হাতে হাত রাখার মানুষ খুব কম!
তবুও বিশ্বাস করি—
একদিন ঘুম ভাঙ্গবে, আসবে স্বপ্নের রঙিন ভোর।
===========