তুমি এসেছিলে, কখনো না আসার মতো।
দেখেছি তোমাকে অদৃশ্য বাতাসে ভেসে আসা একটি নীল আলোয়।
তোমার পায়ের শব্দ শুনেছি,
অথচ মাটির ওপর কোনো চিহ্ন রাখোনি তুমি।
সময়ের ফাঁকে ছুঁয়ে ফেলেছি তোমার অদেখা স্পর্শ!
প্রতীক্ষার নদী যেখানে থামে—সেখানে যেন তুমিই আছো।
প্রতীক্ষার রঙ একেবারে নির্দিষ্ট নয়।
কোনোদিন তা হয় নীল, কোনোদিন সাদা!
আবার কোনোদিন তা মিশে যায় অন্ধকারের ছায়ায়।
রঙগুলো বুনেছি আমার মনে, তোমাকে দেখার জন্য।
অথচ তুমি ধরা দাওনি,
কেবল রেখে গেলে স্মৃতির ফাঁকা বাক্স—
যা ভরে আছে অসমাপ্ত কথায়।
তোমাকে পাওয়া মানে আসলে কি?
হয়তো একটা ভ্রম।
তুমি যখন আসো না, তখনও যেন তুমি আছো।
আর যখন আসো, তখনও তুমি অদৃশ্য।
তোমার উপস্থিতি আর অনুপস্থিতির মাঝখানে লুকিয়ে আছে অপেক্ষার গল্প—
যা শেষ হয় না কখনো।
আমি এখনও দাঁড়িয়ে আছি সেই প্রতীক্ষার স্রোতে,
যেখানে তুমি আসবে বলে মনে হয়।
কিন্তু আসলে—
তুমি হয়তো কোনোদিনই আসবে না।
তবুও, এই অপেক্ষাই আমার জীবন,
আর তুমিই সেই অপেক্ষার অমলিন রঙ।
=========