আমি হয়তো বুঝি,
কে আমায় কতোখানি আন্তরিকতা দেখালো,
কে এড়িয়ে চললো,
কে কাছে ডেকেও দূরে সরিয়ে দিলো,
কে দূরে থেকেও ভালোবাসলো!
যে আমায় আন্তরিকতা দেখালো,
তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভুলি না।
একবারের জায়গায় হাজারবার করি।
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে অনেক সময় নিজেকেও ছোট করেছি।
এতে অবশ্য আমার কোনো আপেক্ষ নেই।
নেই কোন অনুকম্পা!
কারণ আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পছন্দ করি।
যে আমায় এড়িয়ে গেলো,
আমি তার কাছে দ্বিতীয়বার যাই না।
এড়িয়ে যাওয়া জিনিসটা বড্ড গায়ে লাগে!
কাটার মতো লাগে।
মনের টান প্রকাশ করতে গেলে কেউ যদি এড়িয়ে যায়,
সেটা একটু কেমনই যেন!
তাই তাদের থেকে নিজেকে দূরে রাখি।
এতে হয়তো কেউ আমায় অহংকারী ভাবে,
কেউ বা দু'চারটা কটু কথায় আমায় রাখে!
সে যাকগে, আমার তাতে মাথা ব্যথা নেই।
যে আমায় ভালোবাসা দেখিয়ে দোষী করেছে,
আমি তাদের প্রচন্ড ঘৃণায় রাখি।
কিছু না ভেবে, সত্যতা যাচাই না করে, যারা একের পর এক নিন্দার তীর ছুড়ে দিয়েছে!
তারা আমার অভিশাপে থাকার যোগ্যতাও রাখে না। এমন না যে এই মানুষগুলো প্রিয় ছিল না।
প্রিয় তো ছিল বটেই,
অথচ তাদের কার্জই তাদের অপ্রিয় করেছে।
আমি বুঝি কে দূরে থেকেও বটের মতো ছায়া দিয়ে যাচ্ছে।
এই মানুষগুলো আমার সবচেয়ে প্রিয়।
তাদের ধরা যায় না, ছোঁয়া যায় না,
অথচ কী নিদারুনভাবে আমায় আগলে রাখে।
যদিও এদের সংখ্যাই সবচে কম।
তবুও আছে এরা আমার সীমাহীন ভালোবাসার মুলে।
যারা থাকে আমার প্রার্থনায়, আমার সম্মানে!
==========