তুমি যেদিন আবেগ জড়ানো কণ্ঠে
শুনিয়েছিলে আহবানী গান
সেদিন ভাবিনি সেই তুমিই দেবে বিসর্জন।
ক্ষণিকের তরে হলেও হবেই ম্রিয়মাণ
সে আর কতক্ষণ!

যেদিন তুমি আবেগ জড়ানো কণ্ঠে
বর্ণন করেছিলে জীবনের মূল্যায়ন
সেদিন ভাবিনি সেই তুমিই করবে
সুলভ মূল্যে জীবনের ছবি অঙ্কন!

যেদিন তুমি আবেগ জড়ানো কণ্ঠে
গেয়েছিলে স্নেহ - প্রীতির গান,
সেদিন ভাবিনি সেই তুমিই
অবজ্ঞার আঘাতে আঘাতে করবে নিষ্প্রাণ!

যেদিন তুমি আবেগ জড়ানো কন্ঠে
বলেছিলে কোকিল আর বসন্তের কথা
সেদিন বুঝিনি গোলাপের বীথিকায়
এমনি করে ঝরে পরবে সব রঙীন উপকথা!

যেদিন তুমি আবেগ জড়ানো কণ্ঠে
আওড়েছিলে বিশ্ব জগতের অন্তহীন জ্ঞান
সেদিন ভাবিনি সেই তুমিই করবে
অজ্ঞানীর মতো এমনি সব আচরণ!

যেদিন তুমি আবেগ জড়ানো কন্ঠে
ব্যক্ত করেছিলে হৃদয়ের গভীরতা
সেদিন ভাবিনি সেই তোমার হৃদয়েই
ঢেউ খেলে যাবে এতো সংকীর্ণতা!

যেদিন তুমি শুনিয়েছিলে
প্রবল পরাক্রমের বিজয় কাহিনী
তোমায় নিয়ে সাজিয়েছিলাম স্বপ্নভুমি,
উচ্ছ্বাস তরঙ্গের ভয়াবহতা সেদিনতো বুঝিনি!

ভেবেছিলাম কয়লার খনি খুঁড়ে খুঁড়ে
পৌঁছে যাবো বুঝি এবার হীরক রাজার পুরি
যেখানে রিদ্ধি সিদ্ধি আর সমৃদ্ধিতে ভরপুর
ভাবিনি সেদিন সে যে ছিল শুধুই স্বপ্নপুর!

=========