চুপ থাকে সেঁতসেঁতে হাজার শব্দ নির্ভয় রোদ্দুর পায়না।
গুমোট মনটায় বিদ্যুৎ চমকে আঁধারের ছবি দ্যাখে আয়না।
দূর দূর শোনা যায় আর্তনাদ! শব্দহীন ভেঙে পড়া কান্নায়,
অসহ্য অসহায় দিনকাল শব্দেরা মূক সয় অন্যায়।
হাহাকার! যন্ত্রণা সইছে চুপচাপ ভয়ে সব শব্দ .....
অন্যায় দিনদিন বাড়ছে লালচোখ করে রাখে জব্দ।
দিনভর চাবুকের আঘাতে নির্মম অসহ্য বেদনা ,
শব্দেরা চুপ কোরে ধুঁকছে ভয় পায় কথা আর হয়না।
গুমরে মরে যতো শব্দ কাঁটাঘেরা কারাগারে বন্দী ,
বুকে জমা ক্ষোভ নিয়ে বেমালুম আপোষেই ক'রে চলে  সন্ধি।
শব্দ গুলো সব চুপচাপ ! আতঙ্কে প্রহর গুনছে ,
শরীর থেকে ঝরে রক্ত নির্দয় প্রহার সইছে।
শব্দ গুলো যদি জাগতো বিস্ফোরণে সব কাঁপতো,
অন্যায় ধ্বংসের বার্তায় হাজার সূর্যেরা উঠতো।

========