অবিশ্রান্ত রক্তের গতিতে ছুটছে পথশিশু,
নতুন স্বপ্নে মেতে উঠে নিচ্ছে পথের পিছু।
চিন্তা, চেস্টা, উজ্জ্বল, উচ্ছলিত আলোর পথে,
হাতে নিয়ে স্বপ্ন বাঁচার, চলছে জীবন রথে।
প্রতিক্ষা, মায়া, ভালোবাসা, মন থেকে প্রস্থান,
স্বপ্নগুলো নিরাশার নীলে, রঙিন সৃষ্টির উদ্যান।
চলতে চাচ্ছে, চলছে একা, জীবন বাঁচার স্বপ্নে!
বেড়ে উঠছে পথের ধুলোয়, বড় হওয়ার দর্পে।
পথশিশু চোখ মেলে না, রঙ-বেরঙের স্বপ্নে,
বাঁচার ইচ্ছে বুকে তাদের, জীবন মেলার উৎসে।
পথে থাকা জীবন তাদের, হাজার দুর্ঘটনায়,
হার মানে না, সামনে চলে, বাঁচা-মরার লড়াই।
ছন্নছাড়া পথশিশু, চলে রবির আলোয়।
হাতে নিয়ে স্বপ্নের ঝুলি, চলে সুখের আশায়।
জীবন নামের যাত্রায় শেখা, প্রেরণার গান,
সময় সাথে, নতুন প্রাতে, চলছে জীবন সোপান।
অনিশ্চয়তা তাড়িয়ে দিতে চলে পথশিশু,
স্বপ্নের তোরণ, করবে গঠন, দেখবে না আর পিছু।
নেই হারানোর ভয় জীবনে, আলোর অভিমুখে,
পথশিশু, নিচ্ছে পিছু, স্বপ্ন সৃষ্টির সুখে ।
==========