তখন 'আমি' আমি ছিলাম,
এখন 'আমি ' আমি-ই আছি,
তখন অন্য আমি ছিলাম,
এখন আমি বদলে গেছি।
জীবন-জুয়ার শেষ খেলাতে
হেরে গিয়েও জিতে গেছি ;
চলার পথের নতুন বাঁকে,
পা ফেলতেই থমকে গেছি।
ঝরা পাতার বৃষ্টি তোড়ে,
ভাবিয়েছে আজ নতুন করে,
কোথায় যেন সময়-কাঁটা,
গুলিয়ে ছিল হিসাব-নিকাশ ;-
নতুন করে আগের হিসাব,
লগ্ন-তিথি গুণে গেঁথে,
পেলাম জবাব অহংমিতে।
সাঁঝের বাতি হাওয়ায় দোলে
চোখের আলোয় তারার রাজি,
সন্ধ্যা-মেঘের ভেলায় ভেসে
ডাকলে আমায় নতুন করে।
দেবো তোমায় উজার করে।
তখন 'আমি' এখন 'আমি'
সব জীবনের আমিত্ব আজ,
তোর মাঝেই করেছি স্বাজ।
থাক দূরে থাক, ভুলে যাব।
হয়ত নতুন কোনো 'আমি'
কাউকে আবার খুঁজে পাব।
খুঁজে পাবো রং লাগাবো,
নতুন 'আমি'-কে সং সাজাবো।
খুঁজে পাবো এই 'আমি'-কে,
অপরিচিতার স্বপ্ন লোকে।
=========