আমাকে নিয়ে ভেবোনা অনামিকা।
এ জগতে আমার কোন রুপ নেই!
আমাকে দেখা ঠিক নয় বালিকা..
আমি কখনও একাগ্র হতে পারিনা,
আমি একেবারেই কিম্ভুতকিমাকার,
আমাকে দেখা সত্যিই বেকার।
আমি অমোঘ, স্রোত ধারার মতো,
বয়ে চলি অবিরত, অবিরত, অবিরত।
আমার পদতলে যে মাটি,
সেও হয়তো চিনেনা অতি।
আমাকে চিনে কি হবে!!
এমন আমরা সর্বদা আড়ালেই রবে।
আমি আধার আলোর বিপরিতে,
তুমি আছো আলোর মেলাতে।
কভু যদি মনে পরে অকারণে,
আমার স্মৃতি তোমার জমিনে।
দক্ষিণা হাওয়ায় মেলে দিও চুল,
কোন এক সাজের বেলায়।
হাওয়া হয়ে এসে কোমল পরসে,
দুলিয়ে দিবো হাওয়ায়।
========