আবার যখন আমাদের দেখা হবে কোন এক গোধুলিতে।
তখন তোমায় আমি কি বলবো?  
আমার সমস্ত অভিযোগ?
নাকি আমার সমস্তটুকুতে ঠিক কতখানি জুড়ে ছিলে।
তোমায় ছেড়ে পাহাড় চড়ার শুন্যতা?
নাকি একা একা মস্ত এক সমুদ্র দেখার ব্যাথা?
তোমাকে তখন খুব মনে করার অনুভুতিটা কতটা ভয়াবহ তুমি ভাবতে পারবে?
খুব পছন্দের কিছু চাইতে নেই।
আমিও চাই না।
তুমি নাহয় দূরেই থাকো।
আমার থেকে অনেক অনেক দূরে।
কিন্তু! আমাদের যখন আবার দেখা হবে,
সেই সুন্দর হাসিটা যখন আবার তোমার মুখজুড়ে থাকবে,
তখন আমার চোখের জল তুমি কি আদৌ দেখতে পাবে?
তোমার শুন্যতার বিঃস্বাদ অনুভুতি গুনতে পারবে?
আমার সমস্ত রাগ, অভিযোগ, তোমাকে না পাওয়ার আক্ষেপ!
দেখতে পারবে??
আমার মনে মনে বলা ভালবাসি ভালবাসি শুনার ক্ষমতা থাকবে তোমার?
থাক, তুমি বরং আমার থেকে অনেক দুরেই থাকো।
খুব দূরে....!
যতটা দূরে থাকলে ব্যাক্তিত্ব বেঁচে যায়,
ঠিক ততটা দূরে।

==============