দৃষ্টির বৃষ্টি ঝড়ছে চারদিক,
ছুটছে জনতা এদিক ওদিক
রাত্রির আঁধারে হারিয়ে গেলো,
স্বপ্নের ঘোরে ক্লান্ত মুখগুলো।

অন্ধকারে মিশে যায় আশা,
মানবতার দহন, মানবিকতা!
স্বার্থের অন্ধকারে ডুবে থাকে মন,
ব্যাধির বিষে জর্জরিত যখন।

স্বপ্ন দেখে এক নতুন ভোরের,
নতুন আলো, সূর্য গানের।
মানবিকতা আজ বিবেকহীনতা,
স্বার্থপূরণে সবাই মৌনতা।

তবুও যুদ্ধ, তবুও সংগ্রাম,
ব্যাধির বিরুদ্ধে লড়ে জনগণ!
প্রতি পদক্ষেপ, মনের আক্ষেপ,
কলুষিত ব্যাধি, দূরে করিবে নিক্ষেপ।

=========