মানুষের রক্তে ভেজা এই ভূমি,
এ ভূমিতে প্রতিদিন জন্ম নেয় কিছু স্বপ্ন—
স্বপ্ন, যা কখনো পূর্ণতার মুখ দেখে না।
মানুষ হয়ে মানুষ মারে;
এক ফোঁটা অশ্রু নেই চোখে, নেই সামান্য অনুতাপ।
সমাজের দেহ খুবলে খুবলে খায় যেন ক্ষুধার্ত শকুন।
আমাদের এই মানবতা? এই সভ্যতা?
কোথায় দাঁড়িয়ে আছে আজ?

বুকের ভেতর জমাট বাঁধা লোভে গিলে খায় সবটুকু মানবিকতা,
গিলে খাচ্ছে যাপিত জীবন।
কোথাও নেই সেই পরিশুদ্ধ মনন;
নেই কোনো সত্যের বাণী।
কানাকে দেখানো হচ্ছে হাইকোর্ট,
বন্ধুকে শোনানো হচ্ছে প্রতারণার গল্প।
শুধু ক্ষমতার লড়াই, দখল আর লুটপাট।

শহরের গলি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ হাঁটে,
অথচ তাদের ছায়া আজ আর পরিচিত নয়।
হাত বাড়ালে শূন্যতা,
বিশ্বাসে ভরে ওঠে না আর কোনো ভাঁজ।
মামলার মোড়কে ঘেরা সমাজ—
যেখানে সত্য আর মিথ্যার তফাৎ বুঝে ওঠা অসম্ভব।

এই শহরের বাতাসে, কাগজের শিরোনামে—
সবখানে লেগে আছে এক বিষাক্ত গন্ধ।
আর আমরা সাধারণ জনগণ?
আমরা শুধু এর নীরব দর্শক।

=======