আমার অন্তহীন আকাশে বৃত্তাবদ্ধ চৌকাঠে বসে,
সুখের নহর খুঁজি স্ফূরণ কাব্যের সমারোহে!
কোলাহলের নৈরাজ্য থেকে অনন্ত ঘুমের পথে,
জনহীন, শব্দহীন, নিঃশব্দের মহা অপেক্ষার পথে,
অবিনাশী শীতলতায় মহাসমুদ্র পাড়ি দিতে দিতে!
বহমান জীবনের হঠাৎ থমকে যাওয়া স্থুপ থেকে।
তোমার আমার বৈপরীত্যে অমোঘ চেনা চক্রে!
গভীর নির্জনতায় খুঁজে কী পায় নির্ভরতার আশ্বাস?
অসমাপ্ত সেই বোধ চাপা দীর্ঘশ্বাস ফেলে চেতনার প্রান্তরে।
আকাশস্পর্শী কাতরতায় ক্লান্তির আস্তাকুঁড়ে,
ধীবরের অপেক্ষমান সাহসের অকস্মাৎ আনন্দের মতো,
শূন্যতাকে পেছনে ফেলে নিবেদিত দুঃখগুলো স্তব্ধতায় রেখে,
তোমাকে আলোকিত করতে চাই!
সেই উচ্ছ্বাসে আজ নিবিড় গভীরতায় মোহময়!
নিবিড় গভীরতায় তোমাতেই জড়িয়ে থাকে হৃদয়।
=========