সব সময় কি কথা বলতেই হবে?
মাঝে মাঝে তো,
নিরবতাও দেয় অনেক কিছু বলে।

সব সময় কি ভালোবাসা দিতেই হবে বিলিয়ে?
মাঝে মাঝে তো নিজেকেও
ভালোবাসতে হয়,
সকলের উর্ধে গিয়ে।

সব সময় কি আমাকেই আসতে হবে
তোমার কাছে ছুটে?
মাঝে মাঝে তো তোমাকেও
আসতে হবে,
কিছুটা পথ পাড়ি দিয়ে।

=======