আজি এ শ্যামল কোমল দেশের মায়ায় মহীয়ান,
উজ্জ্বল তোমার কীর্তি তুমি প্রকৃত বহমান।
তুমিই স্মৃতি সকল কৃর্তি সকল প্রাপ্তির মহান,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’
- এ গানের কথা যে বাঙ্গালির মনের কথা।
বাঙ্গালির প্রানের স্রুতি শত সহস্র জন্ম জন্মান্তরের অনুভূতি!
আজও তোমার ত্বরে দুনিয়া ভরে করেছে জয়গান।
তুমি মহীয়ান তুমি দুরন্ত অনির্বাণ,
তোমার হাত ধরে এসেছে স্বাধীনতার জয়গান।
দেশের মানুষ তাই তোমাকে দিয়েছে বঙ্গবন্ধু সন্মান।
তুমিই স্বাধীন দেশের সংবিধান।
তোমাকেই দিয়েছে তাই জাতির পিতার স্বীকৃতি আমরন।
হে বলিয়ান হে মহীয়ান তুমিই বলতে,
“আমার জন্ম দিনই কী, আর মৃত্যু দিনই কী?
আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু।
আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি অমৃত।”
তোমার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা স্বাধিনতার প্রাঞ্জল ঝলমলা সুখের এ্যাম্বিশা।
অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে,
তারও অনুপ্রেরণা তুমি, হে বলিয়ান।
হে মহীয়ান করি তোমার জয়গান, কেননা...
তোমার পুরো জীবনটাই ছিল বাঙালির জন্য নিবেদিত প্রান।
আজ তাই বাঙালি আর বাংলাদেশের নামের সঙ্গে তুমি চীর অম্লান,
এমনই অচ্ছেদ্য হয়ে উঠেছো তুমি শেখ মুজিবুর রহমান।
টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে মহানায়ক হয়ে উঠে এসেছে জাতীয় অঙ্গনে,
এরপর দ্যুতি ছড়িয়েছেন বিশ্বমঞ্চে সর্ব অঙ্গনে।
বাঙালি আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সবই তোমার দৃঢ় সঙ্কল্পে আবদ্ধ আগামী প্রজন্মের জন্য,
তুমিই দিয়েছো, তুমিই করেছো,
একটি নিরাপদ-শান্তিপূর্ণ সোনার দেশ,
আমার সোনার বাংলাদেশ।
============