শরতের কামিনী এবার পাপড়ি মেলে দিয়েছে,
গন্ধে মাতাল হয়েছে চারপাশ।
নরম আলো ছুঁয়ে যায় পাতা,
হাওয়ার হালকা ঝাপটায় কামিনীর গন্ধ হয়ে উঠে আরও মদির।
এই ফুল যেন শরতে'রই মেয়ে,
ঘুমের ভেতর থেকে জেগে উঠেছে, মেলেছে তার আভিজাত্য।
নেশায় ভরা সেই গন্ধ, মনকে মোহিত করে।
শহরের রাস্তায় তবু নেমে আসে ঘামজল,
মিশে যায় মাটির সঙ্গে।
সেই সোঁদা গন্ধ জানিয়ে দেয়,
দিনশেষে শরত'ও ক্লান্ত।
বৃষ্টির মতো ঘাম জমে মাটির বুকে,
পা টিপে হাঁটতে গিয়ে সোঁদা গন্ধ ধাক্কা দেয় নাকে।
ধুলো-ঘামের মিশেলে তৈরি এক অন্যরকম অনুভূতি,
যেন প্রকৃতির সাথে মানুষের চিরন্তন লড়াই।
কামিনী আর ঘামজল—দুটো গন্ধই শরতের,
একটার মধ্য দিয়ে প্রেম, অন্যটার মধ্য দিয়ে সংগ্রাম।
==========