'জীবন' গুমরে উঠে বিবর্ণ পাতায় আজকাল,
তবুও হাল ছাড়িনি আমি, যতই হ'ই না বেহাল।
শিশুকাল থেকে উপচে পড়া গঙ্গা, ভাগীরথী
বেয়ে চলেছি 'জীবনী', জীবনীকে ক'রে সারথি।

জীবনী ফুরিয়ে অস্তমিতের পরিসর ব্যতীত,
চেয়ে দেখি বিগতের স্পষ্টতঃ দৃঢ়তায় অতীত।
কত দায়-দায়িত্ব, কত উন্মাদনা প্রফুল্লতার
ছিল স্নেহের শান্তি আগে স্বল্পতে উৎফুল্লতার।

যত চলেছি দিগন্ত পাড়ে, চেয়ে ক্রমে সামনে
মনে হচ্ছে কিছুই পারিনি, এতদিনে সংবেদনে।
আজ মননে আঁকি বাস্তবের বিভোরে জ্বালা
ভালো লাগেনা বিকেল বোঁচকায় যন্ত্রণা-মালা।

অনেক হয়েছে, আজ আর নয় বিগত দেখা!
এবার একটু আলাদা স্বাদের আস্বাদনে চাখা।
স্বাগতম শুধুই আত্মোপলব্ধি জুড়ে গতিবিধি,
অন্তরঙ্গ এঁকে যেন ডাকতে পারি করুণানিধি।

=========