জীবন, যেন এক বিশাল স্মৃতির সাগর।
আমরা যতই অবহেলা করি, উপেক্ষা করি—
এই সাগরের ঢেউ আমাদের ছুঁয়েই থাকে।
একবার না একবার, সেই ঢেউ এসে মনের গভীরে দোলা দেয়।
আমরা ভেবে বসি, স্মৃতিগুলো হয়তো মুছে গেছে,
কিন্তু বাস্তবে তারা কোথাও যায় না!
তারা আমাদের মধ্যেই রয়ে যায়, নিঃশব্দে, অদৃশ্যভাবে।
স্মৃতিরা কখনো ভারী বেদনার মতো নেমে আসে,
আবার কখনো আসে মিষ্টি হাসির মতন!
যেন কোনো পুরনো দিনের রোদেলা বিকেল।
যতই চেষ্টা করি এগুলো থেকে পালিয়ে বাঁচতে,
এরা ঠিকই ফিরে আসে—
আর চিন্তার স্রোতে নতুন তরঙ্গ তোলে।
কেউ হয়তো বলে, জীবন কেবল বর্তমানের গল্প।
কিন্তু আসলেই কি তা?
জীবনের প্রতিটি মুহূর্তে যে স্মৃতিরা জড়িয়ে থাকে,
তারাই চলার পথে নির্দেশক হয়ে ওঠে।
আমরা স্মৃতির এই খেলা থেকে পালাতে পারি না,
বরং তারই নিয়ম মেনে চলতে হয়।
জীবন মানে সেই স্মৃতি নিয়ে খেলা,
জীবন মানে সেই অবিরাম যাত্রা,
যেখানে প্রতিটি পদক্ষেপে স্মৃতি নতুন রূপে ধরা দেয়।
========