চিঠি লিখলাম, রবি ঠাকুর বিশ্বকবির কাছে,
প্রণতি আশীর্বাদ, শ্রদ্ধার ঝুলি, বাঁধা রয়েছে পাছে।
কবিতা জীবন, কবিতা ধ্যান, কবিতা জ্ঞান, মান,
জ্বলে উঠে আলোর মেলা সমৃদ্ধ জাহান।

নীল আকাশের রবি তুমি কাব্য রসে মহান,
চলে গিয়েও হয়ে গেলে সর্বজনে স্বরন।
তোমার কাব্য আজও জ্বলজ্বল, হৃদয়ে'তে লিখা।
সুরের মধ্যে তোমার সৃষ্টি, যেন স্বর্ণরেখা!

স্বপ্নের মতো সাজানো সব তোমার কাব্য ধারা,
তোমার মতো বিজেতা আর বাংলায় আছে কারা!
চিন্তা, চেস্টা, সফল পৃষ্ঠা, সবই তোমার সৃজন,
তোমার ধ্বনি বেজে উঠবে বিশ্বে আজীবন।

প্রভাত আলোয় উদিত হয়, লাল টকটকে সূর্য,
হৃদয় উৎসে আন্দোলিত মন, উত্তেজনায় তুর্যে।
রবী ঠাকুর, সন্ধ্যা দুপুর, তোমার কবিতা গান,
প্রেমের মোহে, সুরের ঝংকারে, ভরে যায় প্রান।

মুক্তিযুদ্ধে, দেশ আমাদের, নিশ্চয় হয়েছে জয়ী,
তোমার গানে, সুর সরগমে, সাহিত্য বিজয়ী।
প্রতি মুহুর্তে তোমার স্মৃতি, আমার সঙ্গে আছে,
কাব্যের প্রদীপ জ্বালিয়ে চলি তোমাতেই মিশে।

==========