আরো কাছে আসবো তোমার
বাসবো তোমায় ভালো,
রাখবো তোমায় হৃদয় মাঝে
ঘুচিয়ে মনের কালো।
চলবো আমরা একই সাথে
রেখে হাত হাতে,
যাব না পিছিয়ে কোন কারণে
কোন সংঘাতে।
বিধাতা আমাদের করেছে সৃষ্টি
একে অপরের জন‍্য,
আমরা সুখী,ছন্দে আনন্দে
জীবন আমাদের ধন‍্য।
আমরণ এই বন্ধন থাকবে অটুট
হবে না কভু ছিন্ন,
কারও সাধ‍্য নেই,চলার পথে
করবে আমাদের ভিন্ন‌।

========