একটা চিঠি লিখেছি শুধু তোমার জন্য,
পাঠিয়েও দিয়েছে ডাকযোগে,
শুধু একটু সময় করে পড়ে নিও প্রিয়!
তাতে আছে আমার আশা, আকাঙ্ক্ষা,
আমার চাওয়া পাওয়ার সীমানা!
তোমার ভালোবাসায় অন্ধ হয়ে লিখেছি-
কিছু আবেগ জড়ানো কথা।
আরো লিখেছি মনের কিছু ব্যথা।
কোন পোশাকে তোমায় কেমন লাগে,
সাদা, কালো, মেরুন নাকি ঐ এ্যাস কালারে!
কোন ভঙ্গিতে কথা বললে তোমায় বেশি সুন্দর লাগে!
কোন কথাটা তুমি বেশি বল আর বদ অভ্যাস টা কি?
আমি তোমার কোন কথায় আটকে গিয়েছি!
হাজারো মন ভোলানো বাক্যে -
আমি কিন্তু চিঠি টা অবলিলায় লিখে ফেলেছি ।
কোন বাক্যে মন খারাপ হলে, রাগ করে থেকো না ;
আমায় বলিও! আমি সংশোধন করে আবার লিখবো।
তবুও তুমি, একবার চিঠি টা পড়িও প্রিয় !
আর যদি তুমি ভাবো, মনে করো!
এত সময় নষ্ট করে এই সব পড়ে কি লাভ;
আজগুবি সব কথা-বার্তা ভাল্লাগে না সব!
তাতে একটুও মন খারাপ হবে না,
শুধু তুমি যত্ন করে চিঠি টা ফিরিয়ে দিও!
=========