আমাকে তোমার মাঝে মাঝেই না হয় মনে পড়ুক।
অগোছালো বুকশেল্ফ গোছাতে গিয়ে
পূরানো বইয়ের ভাঁজে রাখা গোলাপ পাপড়ি'গুলো!
সেই মুহূর্তে না হয় স্মৃতির পাতায় ফিরে আসুক,

আমাকে তোমার মাঝে মাঝেই না হয় মনে পড়ুক।
সেই মেয়েটি, যে তার টিফিনের টাকা বাঁচিয়ে,  
মোড়ের টং দোকান থেকে এক কাপ চা কিনে এনেছিল।  
দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম।
সেই চায়ের প্রতিটি চুমুকে ছিলো অন্যরকম মাধুর্য,  
যা আজ হয়তো তুমি অনুভব করছো না,  
কিন্তু হয়তো একদিন করবে,  
যখন ভীষণ প্রয়োজন হবে সেই স্নিগ্ধতার।

মেয়েটির বিশ্বাস ছিলো তোমার কাঁধে,  
আর তার নিঃশ্বাস মিশে ছিলো তোমার বুকে।  
এই বিশ্বাস আর ভালোবাসার প্রতিটা মুহূর্ত,  
মাঝে মাঝেই না হয় তোমার মনে পড়ুক।

আমাকে তোমার মাঝে মাঝেই না হয় মনে পড়ুক।
একশো কোটি রমণীর ভীড়ে হারিয়ে যাওয়ার পর,  
যখন মনে হবে কি যেন হারিয়েছো,  
কি যেন নেই জীবনে,  
ঠিক তখনই হয়তো মনে পড়বে সেই দুটো চোখ,  
যেখানে তুমি খুঁজে পেতে, অনাবিল শান্তি,  
যা কোনো কোলাহলে নেই।  

আমাকে তোমার মাঝে মাঝেই না হয় মনে পড়ুক।
এক হাজার স্বপ্ন কবর দিয়ে,  
বিদায় নেওয়ার সময়,  
তখনই না হয় বুঝতে পারো,  
শরীরের চেয়ে এই শহরে, মানসিক শান্তির মূল্য কতখানি।  
তখনই না হয় বুঝবে,  
কতটা প্রয়োজন ছিলো তোমার জীবনে সেই মেয়েটির,  
যার হাসিতে তুমি খুঁজে পেতে, নিঃশ্বাসের প্রশান্তি।

আমাকে তোমার মাঝে মাঝেই না হয় মনে পড়ুক।
মাঝে মাঝেই না হয় এই কথাগুলো মনে পড়ুক,  
সেই মেয়েটির স্মৃতি যেন বেঁচে থাকে,  
তোমার প্রতিটি নিঃশ্বাসে,  
তোমার প্রতিটি অনুভূতিতে।

=======