কোন এক পূর্ন চন্দ্রিমায় কাছে এসো,
রেশম খোপায় থোকায় থোকায়,
বরন মালা দিয়ে জড়িয়ে নিবো,
যতোটা না আবেগে মনে সানাই বাজে,
তার থেকে বেশি সবেগে তোমায় সাজাবো।
কোন এক পূর্ণ চন্দিমায় কাছে এসো।
চন্দ্র রাতের সেই নেশার আলোয়,
প্রেমের সর্গে ভেসে যাবো,
হাতের মাঝে হাতের ছোয়ায়,
সুখস্মৃতিতে ভেসে যাওয়ায়,
ঠোঁটের সাথে ঠোঁটের মিলন,
ভালোলাগার প্রথম চুম্বন,
বুকে তোমায় জড়িয়ে নিবো।
কোন এক পূর্ণ চন্দিমায় কাছে এসো।
========