সদ্য স্নান সেরে অসংবৃত ভেঁজাচুলে
সহাস্য বদনে অভ্যর্থনা জ্ঞাপন,
টপ টপ করে ফোঁটা ফোঁটা জলরাশির
তখনও কপোল বেয়ে বুকের ওপর
অনবরত পতন,
কিছু একটা বলতে গিয়েও কোথায়
যেন আটকে গিয়ে সাবলিলভাবে
বলতে না পারার কষ্ট,
কিছুই ভুলিনি!

জন্মজন্মান্তরের জমিয়ে রাখা ক'ফোঁটা
অশ্রু লুকানোর প্রাণান্ত চেষ্টা,
চোখের মায়ায় আটকে পড়া নিরবচ্ছিন্ন
একশত ঊননব্বই মিনিট সময়,
ভালোবাসায় নত হয়ে আসা মুখ,
কপালে দু'ভ্রুয়ের ঠিক মাঝখানটায়
একখানি মাত্র আলতু প্রণয় পরশ,
কিংবা এক মূহুর্তের আলিঙ্গন,
কিছুই ভুলিনি!

খোলা পা দু'খানি আর বাঁহাতের কব্জির
নিচের কালো তিলকটার প্রতি নিবিড়
তন্ময় চাহনী,
বারংবার কিছু একটা বলার ব্যাকুলতা,
যে কোনো মূল্যে আরেকটু সময় রেখে
দেওয়ার অকৃত্রিম আবদার,
প্রতিটি মূহুর্তের অস্থিরতা,
কাছে আসার দুর্নিবার আকাঙ্খা,
কিছুই ভুলিনি!

সদরদরজা অব্দি এগিয়ে এসে
ছলছল নেত্রে অপলক দৃষ্টিতে তাকিয়ে,
অভ্যাগতের নিঃষ্ঠুর প্রস্থান অবলোকন-
দুচোখে আজও স্বপ্নের মতো ভাসে,
কিছুই ভুলিনি আমি,

কিছুই ভুলিনি!!

=========