দারিদ্রের রঙে আলো বুঝিনা কোনো দিন,
কাঁপে শরীর, ভীষণ আক্রান্ত অলস চিন চিন।
ধীরে ধীরে অবসান পেয়ে যায় সব স্বপ্ন,
আবার নামি মৃত্যুর ভীতিতে শুধু স্বপ্ন আর স্বপ্ন।
সঙ্গে আছে মিছে সুখের ভাস্কর অসঙ্গ,
হারিয়ে গেছে সব কিছু, শুধু নামে রঙ্গ।
দারিদ্রের মাঝে লুকানো সব হাসির বিলাস,
কোথাও পাইনি কভু সুখানুভূতির স্বদেশ।
চেষ্টা করি, নতুন ভোরে, জীবনের খেলা,
দারিদ্রের অন্ধকারে চলে তবুও বেড়ায়েলা।
আশা জাগে মনে, হয়তো সবুজ অশ্রুর বর্ষা!
দারিদ্রের মাঝে স্বপ্নেরা দিবে আলোর ঠিকানা।
জীবনের গ্লানি, মনের ক্লান্তি, নিরাশার হাতছানি,
দারিদ্র কাটেনা, সূর্যেরা হাসে না, স্তব্ধ বনমালী।
=======