জীবন পথ চলায়, বেলা অবেলায়,
হয়তো অনেক ভুল হয়েছে।
নিজেকে নিয়ে ভাবনার সময় না পেলেও,
তোমাকে ভেবেই কেটেছে।

হয়তো কাছে নেই, পাশে নেই,
নেই তোমার ছোয়ায়,
দুরেই থাকি বলে ভেবোনা তুমি,
মন থেকে দুরে কোথায়!

জীবন সেতো সবার এক না,
সবার এক হয়না,
সুখ সেতো আসমান সমান,
সবাই ধরে রাখতে পারেনা।

চাওয়া পাওয়ার বিভাজনে,
নিয়তির নিষ্পেষণে,
সংসার সমৃদ্ধি বিলাসে,
আজ দুজন দুই মেরু প্রস্থে।

মনস্ত সম্পৃক্ত করে, পারিনি একসাতে,
একাগ্র হতে।
পারিনি একত্রে হাতে হাত রেখে,
পাদুকা চালাতে।

জীর্ন সীর্ন কান্না বিদীর্ণ,
না কভু তোমার না আমার,
রজনী প্রাতে অথবা সায়াহ্নে,
আমিও ছিলাম সংহার।

জীবন প্রাপ্তি যাই কিছু বলো,
সবই এখন ধুসর,
চলতে চলতে ক্লান্ত আজ,
হয়েছে থামার প্রহর।

যেদিন প্রথম করেছিলাম প্রীয়,
মনের স্বরলিপি ব্যক্ত,
ভেবে দেখো প্রিয়া এতোটা বছর,
রেখেছি কি তা সুপ্ত?

জীবনে মরনে একজনই চেয়েছি,
একজনই পেয়ে সুখি,
কখনও তাই তুমি দুরে হলেও,
মন থেকে হইনি দুঃখি।

মরনের পরে যদি চাই বিধাতায়,
সে তুমিই শুধু কামনায় ,
তুমি একালে তুমি সেকালে,
চাওয়ার আর কিছু নাই।

==========