তিরিশ বছর পেরিয়ে গেছে, ব্যাস্ততা করেছে গ্রাস,
অক্সিজেন হারিয়ে গেছে, পারি না নিতে নিঃশ্বাস।
শামিম আমার ক্যাডার হয়েছে, নিশাত মস্তবড় ডিজাইনার,
রেজা আছে ব্যবসা নিয়ে, সুজা আজ ক্রিকেটার।
শাওন, জাকির, বাবু, অপু করছে তাদের চাকুরী,
সাত সমুদ্র তের নদী পেরিয়ে নিজাম, প্রবাসে দিয়েছে
পাড়ি।
আমি আজ একা, নিদারুণ নিষ্ঠুর একা!
মাঝে মাঝে যাই গ্রামের বাজার,
পাই না কারো দেখা। সবই যেন ফাঁকা!
স্মৃতিগুলো আমায় নিয়ে যায় যৌবনে,
বাস্তব আমায় করেছে ভাবনার সায়াহ্নে।
মামার দোকান, চাচার দোকান, সবই আছে ঠিক,
শুধুমাত্র আমরাই ছুটছি এদিক ওদিক দিগবিদিক।
যেখানে আমরা আড্ডা দিতাম, ভাবতাম আমাদের সবার।
সেখানে আজ সব নতুনের ভিড়, নতুনদের অধিকার।
ইচ্ছে করে ফিরে যেতে বাইশ বছরে আবার।
কথা দিয়েছিলাম দেখা হবে বছরে একবার,
কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না
স্মৃতিগুলো আগলে রেখে, ভালো আছি আমারি মত।
দোয়া করি দূর থেকে যেন, তোমরাও ভালো থাক।
===========