নিভু নিভু মেঘের ছায়ায় ঢেকে গেছে আকাশের নীল,
প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে!
মহাকালের রূপকথা যেন নতুন করে শুরু।
পাখিরা থেমে গেছে তাদের নিত্য গান,
গাছেরা মাথা নুয়ে দাঁড়িয়ে অপেক্ষ্যমান!
প্রথম বৃষ্টি কনা স্পর্শে'র আলোড়ন।
শহরের ধূলিকণা, রুক্ষ মাটির আঁচড়,
সব কিছু ধুয়ে মুছে দিয়ে-
এক নতুন সজীবতার স্রোত আনতে বর্ষা আসছে।

মাঠের সবুজ ঘাস আর গ্রামের মেঠোপথ,
উজ্জ্বল হয়ে উঠছে প্রাকৃতির আর্দ্র স্পর্শে।
বাতাসে যেন নতুন এক গন্ধ ছড়িয়ে—
মাটি আর বৃষ্টির মিলনের সেই চিরচেনা গন্ধ!
মনে হয়, যেন এই গন্ধে'ই লুকিয়ে আছে সকল প্রাণের উৎযাপন!
মাঠের ধান, পুকুরের পানি, নদীর ঢেউ—
সবাই যেন আশায় বুক বেঁধে অপেক্ষা করছে,
বৃষ্টির প্রতিটি ফোঁটায় তারা পাবে,
নতুন জীবন, নতুন স্বপ্নের সুর।

বর্ষার আগমনী বার্তা বয়ে আনছে—
প্রকৃতির এক অপূর্ব সুর,
যেন পৃথিবী নতুন করে জন্ম নিচ্ছে,
যেন জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাতা গান গাইছে সেই আগমনী সুরে,
"বর্ষা এসেছে, বৃষ্টি এসেছে,
প্রকৃতি ভরে উঠেছে নতুন ছোঁয়ায়।"

=========