জীবনের পথে চলতে চলতে,
পৌঁছাই একান্তের শেষ প্রান্তে!
আঁধারের ঘনঘটা ধেয়ে আসে,
চোখের জলে মিশে যায় কান্নার গন্ধ!

স্বপ্নের ভেলায় ভেসে যাওয়া দিন,
একসাথে পথ চলার স্মৃতি রঙিন!
হারিয়ে গেছে দুরের কোন অতীতে,
নেই আজ তা আর বার্ধক্য স্মৃতিতে!

এখন শুধু চারদিকে স্মৃতির কুয়াশা!
মনে পড়ে সেই প্রিয় মুখের কথা।
যে হেসেছিল একদিন সাথে,
জানিনা সে আজ কোথায়, কেমন আছে?

এই নির্জন রাতে, নিঃসঙ্গ হৃদয়ে,
খুঁজে বেড়াই তার হারানো ছায়া।
দিনের শেষে আঁধার নামে,
মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে!

তবু জীবনের এই শেষ প্রান্তে,
একটি আশার আলো নিরবে জ্বলে।
মৃত্যু যখন দাঁড়ায় দ্বারপ্রান্তে এসে,
খুঁজে ফিরি মনের স্বরনালী-কে।

হৃদয়ে বয়ে যায় বেদনার ঢেউ,
তবু জীবনের অন্তিম দুঃখেও আশা,
হারানো হৃদয়ের প্রথম ভালোবাসা,
শেষ হবে সব, জানবে না কেউ।

বিদায়ের সুর বেজে উঠবে যখন!
হৃদয় ভরে থাকুক একান্তের বেদন!
তবু অন্তিম ক্ষণে যেন রহে প্রার্থনা,
বেঁচে থাক চিরকাল ভালোবাসার আলপনা।

========