ক্লান্তির ভারে নত আমি, তোমার কাছে এসেছি।
দিনের পর দিন, রাতের পর রাত—
এই নিরন্তর সংগ্রামে, হেরে যাচ্ছি প্রতিনিয়ত।
মন আর শরীর যেন এক অদ্ভুত নির্জীবতায় ভরে গেছে।
জীবনের পথ চলতে চলতে হারিয়ে ফেলেছি সজীবতা,
হারিয়ে ফেলেছি স্বপ্ন, আশা, ভালোবাসা।
তোমার সৃষ্টির প্রতিটি মুহূর্তে যে প্রাণের স্পন্দন,
সে স্পন্দন এখন এক অলীক কল্পনা।
ক্লান্তি আমায় ঘিরে রেখেছে,
জড়িয়ে রেখেছে এক অভেদ্য প্রাচীরের মতো,
যার ভেতরে আমি শ্বাস নিতে পারছি না।
এ ভারে ন্যুব্জ হয়ে পড়েছি প্রতিনিয়ত,
অন্তর আর কাঁপছে না সজীবতার আনন্দে।
ক্লান্তি আমায় ক্ষমা করো, প্রভু।
আমার শক্তি যেন শুকিয়ে গেছে,
আত্মা যেন হারিয়ে ফেলেছে তার পথ।
তোমার কাছে প্রার্থনা করি,
আমাকে আবার সেই স্পন্দনে ফিরিয়ে নাও।
তোমার অমোঘ করুণায় যেন আবার খুঁজে পাই জীবনের রঙ,
খুঁজে পাই সেই আনন্দের সুর।
ক্লান্ত হৃদয়কে শান্তি দাও, প্রভু।
ক্লান্তির পরিণতি থেকে মুক্তি দাও।
যেন আবার তোমার সৃষ্টির সৌন্দর্য দেখতে পাই,
শুনতে পাই পাখির গান, নদীর কলতান।
অনুভব করতে পারি বাতাসের শীতল স্পর্শ।
প্রভু, আমরা তোমারই সৃষ্ট, তোমারই সন্তান।
ক্ষমা করো, ক্লান্তি মুছে দাও প্রভু।
নতুন করে বাঁচার শক্তি দাও।
যেন আবার সেই প্রভাতের আলোয় স্নান করতে পারি,
যেন আবার জীবনের নতুন আশায় জাগতে পারি।
ক্লান্তি আমায় ক্ষমা করো, প্রভু।
তোমার মহিমায় জড়িয়ে নাও!
জীর্ণ শীর্ণে সজীব প্রান দাও!
তোমার অপার করুণায় জড়াও!
সুপ্ত, সরল জীবন স্রোতে ভাসতে দাও।
===========