নিরবে একাকি বসে চেয়ে আছি সুধুর রাস্তার পানে,
কে সে রাজকন্যা আসিবে একেলা এ হৃদয় জমিনে।
কে হবে ধরনি হবে কে ঘরনি আপ্লুত একাকির মনে,
কে করিবে পন করিবো কার সন জাপিত শুন্য হৃদয়ে।
কাহারে রচিব কাহারে যাচিব কে জরাবে বাহু ডোর,
কবে যে হবে এ দুনিয়া ভবে আমার আধার ভোর।
আলেয়ার মাঝে আলো খুজে খুজে হয়েছি আজ ক্লান্ত,
কবে যে হবে এ দুনিয়া ভবে আমার অশান্ত মনটা শান্ত।
যদি কভু কাজে কিম্বা অকাজে করেছি মনকে ম্লান,
বলে দিও সবে বেচে থাকার ভবে ফুটাবো হাসি আপ্রান।
আজি এ মন কেন যে খনেখন করিছে নিরবে ক্রন্দন,
কেন যে আজ, আসেনা মনে সাজ বিগত দিনের স্পন্দন।
তবে কি ভবে আমার প্রভু রব-এ করিছে আমায় স্তব্ধ,
ক্রন্দনার খেলা কেন জমে মেলা চোখে কেন আজ ছন্দ।
হে দুনিয়ার রব করে দাও সব পিরিত জনের আকাঙ্খা,
করে দাও ভালো, সকল আধার কালো এটাই আমার চাওয়া।
মনের গহীনে নিভৃতে নিরবে যে করিছে যাকে আশা,
দিয়ে দাও তাকে, শুধু নয় আমাকে এটাই শুধু প্রত্যাশা।
----HM. SAYED