বেদনার বালুচরে বয়ে চলে জোয়ার,
জীবনের নদী যেন থেমে থেমে বয়।
আলো আঁধারে ভরা এ পথের ধারা,
স্বপ্নেরা ভাঙে আর ভেঙে যায় হৃদয়।

যৌবন আলোর মিছিলে পথ হারিয়ে,
ধুঁকে ধুঁকে চলে জীবন কষ্ট নিংড়িয়ে!
প্রেমের তরী ভেসে চলে দূর সুদূরে,
হারানোর বেদনায় মন আজও কাঁদে।

তপ্ত বালুচরে আজ পা ফেলি একা,
খুঁজে ফিরি অযথাই পাইনা সুখের দেখা।
স্মৃতির ঢেউগুলো আছড়ে পড়ে বুকে।
অতীত ছায়া দেয় না শান্তি, রয়েছি দুখে।

ভবিষ্যৎ মেঘে ঢাকা অদৃশ্য দৃষ্টির রেখা!
চোখে বারিধারা তবু পাইনা তার দেখা।
বেদনার গাঁথায় বাঁধা জীবনের সব ছন্দ,
নিঃসঙ্গ বালুচরে হারিয়ে ফেলি আনন্দ।

=========