খুব সহজ না, শর্ত স্বাপেক্ষে জীবন যাপন করা!
কিন্তু অসৎ ভাবে বাঁচা খুব সহজ।
আরও সহজ অন্যের ঘাড়ে পা দিয়ে বেড়ে ওঠা,
এর থেকেও সহজ, সস্তা নামী মানুষ হওয়া!

এতে আপনার পশ্চাৎদেশ উন্মুক্ত থাকলেও,
আপনার পরনে সোনা, রুপা আর হিরে খচিত চাকচিক্যতা থাকবে।
সব থেকে কঠিন কাজটা হল,
রোজ রাতে নিজের বিবেকের কাছে ভালো থাকা!

আপনার যোগ্যতা নেই তাই কিছু হচ্ছে না!
অতচ, অযোগ্য মানুষ গুলোই, যথাযোগ্য স্থানে অবস্থান করছে!
এবং তারাই আবার আপনার যোগ্যতার মাপকাঠিও দিচ্ছে!

তবে ব্যাতিক্রম আছে, ব্যাতিক্রম থাকবে,
প্রশ্ন হল, আপনি কেন এই ব্যাতিক্রমের লিস্টে নেই?
কেন আপনি ব্যাতিক্রম নয়?
কারণ, এটা আপনার ভাগ্যের লিখন!

কিন্তু অবাক লাগে কি জানেন?
কেউ যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে না।
এই পৃথিবীতেই সবাই যোগ্যতা লাভ করে,
আবার এই পৃথিবীই তাকে অযোগ্য বলে সরিয়ে দেয়।

আমার মত কে কোন লিস্টে আছে জানা নেই,
কিন্ত অযোগ্য নিশ্চয়ই,
নাহলে যোগ্যতার প্রমান দিতে পারতাম।
তার সফলতায় শিখতাম।

আগে জানতাম বেঁচে আছি এটাই জরুরি খবর,
এখন মনে হয়, বেঁচে আছি এটাই যোগ্যতা !
তবে পাগলও বাঁচে, পশু-প্রানী-উদ্ভিদ-জীবাণুও বাঁচে!
আর আমি! আমি চলেছি মানুষের মত বাঁচার প্রয়াসে।

==========