মধ্যরাতের নিস্তব্ধতায় একটা পুরনো ঘড়ি টিক টিক করে চলে।
ঘরের কোনে রাখা বইগুলো যেন গভীর নিদ্রায় মগ্ন!
অথচ তাদের পাতার ভাঁজে লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো প্রশ্ন।
আমি বিছানায় শুয়ে আছি,
চোখ বন্ধ, তবু মন জেগে আছে—
অজানা, অদেখা কিছু খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়।
জীবনটা যেন একটা দীর্ঘ পথ, যেখানে আমরা সবাই হাঁটছি!
তৃষ্ণার্ত! কিন্তু জানি না কীসে তৃষ্ণা মিটবে।
অনেক সময় সামনে যা দেখি তা কেবলই মরীচিকা!
ধরা দিতে চায় না, তবু হাত বাড়াই।
রাতের অন্ধকারেও এক আলোর বিন্দু খুঁজি,
যা হয়তো কোথাও নেই, হয়তো সবটাই মনের ভ্রম।
তবু আমরা বেঁচে থাকি, আশা করি।
ক্ষুদ্র আনন্দের মাঝে খুঁজে নেই বিশাল কিছু,
হারানোর মধ্যেও পেয়ে যাই নতুন কিছুর শুরু।
জীবন আসলে, সেই অপেক্ষা!
যা কিছু বলার, তা শূন্যতার গভীরে হারিয়ে যায়,
আর যা শোনা হয় না—
তা থেকেই জন্ম নেয় সব থেকে প্রিয় গান।
=========