জীবন যৌবন নয় নির্দিষ্ট সময়ের ব্যাপার,
এটি অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা।
পথে পথে সংঘর্ষ, জীবনের রঙিন যাত্রা,
চাইতে পেতে সফলতা, অথবা অনেক ব্যাথা।
যৌবনের স্পর্শ ভরে সব মুখোমুখি প্রতিবিম্ব,
স্বপ্নের মেলা, কাজের কামনা, অভিমানের জিম্মা।
স্মৃতিতে ধারা রেখে গেলে সময়ের পাখি,
ছুটে যায় মানুষের প্রেম, সুখের সঙ্গী।
তবু জীবনের চারপাশে বজ্রকান্তি ছড়িয়ে,
কেউ মৃত্যুর ভয় কেউ অনিশ্চয়তার ছায়া ছড়িয়ে।
প্রেমের সুরে গায় সব, সময়ের ক্রান্তি ঝুলে,
জীবন যৌবনের খেলা, অতীতের সর্ব কূলে।
একদিন জীবনের অন্ত আসে নিশ্চিত,
মৃত্যুর সঙ্গে হাত ধরে যাওয়া প্রতিশ্রুতি নিশ্চিত।
কিন্তু হারানো সময় পায় স্মরণের পুল,
জীবন যৌবনের গান রচনা করে পৃথিবীর ধূন।
=========