জীবন, এক রহস্যময় প্রবাহ।
ভোরের আলো যেমন নতুন আশার বার্তা নিয়ে আসে,
তেমনই জীবনের প্রতিটি দিন এক একটি অধ্যায়,
যেখানে আনন্দ ও বেদনার মিলন ঘটে।
জীবন মানে কেবল শ্বাস নেওয়া নয়,
বরং প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা।
পথে চলতে গিয়ে হয়তো হোঁচট খাবে,
হয়তো কেউ কাঁধে হাত রেখে বলবে,
“সব ঠিক হয়ে যাবে।”
আবার কখনো হয়তো সেই কাঁধটাই হারিয়ে যাবে কুয়াশার ভিড়ে।
তবু জীবন থেমে থাকে না।
জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে তার অনিশ্চয়তায়।
কোন কোন বাঁক কখনো সুখের পথে নিয়ে যায়,
আবার কোন বাঁক কখনো কষ্টের।
সেই কষ্টের মধ্যেই তো আমরা খুঁজে পাই দৃঢ়তার শিক্ষা।
প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় ঘুরে দাঁড়ানোর গল্প।
প্রতিটি অশ্রু জানিয়ে দেয়, পরের হাসিটা আরও গভীর হবে।
জীবন এমন এক যাত্রা, যেখানে গন্তব্য নয়, পথই মূল।
প্রতিটি কুয়াশা ঢাকা সকালে,
প্রতিটি সোনাঝরা বিকেলে,
প্রতিটি তারাভরা রাতে—জীবন আমাদের ডাকে,
“চল, আরও একটু এগিয়ে দেখি, নতুন কিছু কি অপেক্ষা করছে?”
জীবন মানে বেঁচে থাকা নয়, বাঁচতে শেখা।
আর সেই শেখার মধ্যে লুকিয়ে আছে জীবনের প্রকৃত অর্থ।
===========