আমার একটা মানুষ থাকুক!
যে ব্যাংকের মতো আমাকে জমা রাখবে।
আমার একটা মানুষ থাকুক, যে গাছের মতো শান্ত হয়ে আমাকে শীতল ছায়া দিবে।
যার কাছে মনের সব কথা নির্দ্বিধায় বলা যাবে,
হুটহাট রাগ করা যাবে, যে আমাকে আমার রাগের পরিবর্তে কথা না শুনিয়ে,
উলটো আমার মনের ভিতরের ঝড়কে বুঝতে সক্ষম হবে।
আমার একটা মানুষ থাকুক,
যার বুকে মুখ লুকিয়ে কাঁদা যাবে,
আমার একটা মানুষ থাকুক,
যে পানির মতো পাতলা হবেনা বায়ুর মতো অশান্ত হবেনা, স্রোতের মতো বয়ে যাবেনা,
বরং পাহাড়ের কিংবা মাটির মতো শান্ত হবে।
রাতের মতো গাঢ় হবে।
আমার একটা মানুষ থাকুক,
যে মাটির মতো করে আমাকে ধরে রাখবে, বৃক্ষ তরুলতা যেমন মাটি ধরে রাখে।
আমার একটা মানুষ থাকুক,
যে ঢেউ চলে যাওয়ার বালু যেমন খড়কুটো, ঝিনুক ধরে রাখে তেমন করে আমাকে ধরে রাখবে।
আমার একটা মানুষ থাকুক,
যে ভালো মাইন্ড রিডার হবে। বুকের ভিতর জ্বলা আগুন দ্বিগুন না করে,
আগুনের উৎপত্তি খুঁজে নিভিয়ে দিতে সক্ষম হবে।
যার কাছে খোলা আকাশের মতো নিজেকে মুক্ত রাখা যাবে।
========