মনের সুপ্ত ইচ্ছে'গুলো আজও অবাঞ্চিত,
সঞ্চিত অপ্রকাশিত।
তোমাকে যে পাঁজরে বেঁধে রাখার আকুল দীর্ঘশ্বাস আজও তা অঘোষিত।
মনের গভীরে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছে'গুলো,
যেন একেকটা নিভৃতে সঞ্চিত সোনালী বীজ।
তারা আলো দেখেনি,
বাতাসের ছোঁয়া পায়নি,
তবুও জাগ্রত।
জীবনের প্রতিটি বাঁকে তারা উঠে আসে,
উঠে আসে একেকটা ফিসফিসানি হয়ে,
তবে প্রকাশিত হয় না কোনো মুখে,
ধরা দেয় না কোনো কথার আদলে।
তোমাকে পাঁজরে বেঁধে রাখার আকুল দীর্ঘশ্বাস,
যা প্রতিদিন নিঃশব্দে গ্রাস করে,
আজও অঘোষিত রয়ে গেছে।
পৃথিবীর কোন খাতায় লিখিনি সেই ব্যাকুলতা,
কোন কবিতার ছত্রে আবদ্ধ করিনি সেই গোপন অভিপ্রায়।
তুমি জানো কি?
যখন তোমার মুখের মিষ্টি হাসি দেখি,
তোমার টোল পড়া ঐ দুটি গালের লালাভ,
কালো হরিণ দুটি চোখ দেখি!
তখন—
আমার অন্তরের সমস্ত আলো ছায়ার মিথস্ক্রিয়া—
তোমার মাঝে মিশে যায়।
আমার সমস্ত প্রতিজ্ঞা ভেঙে পড়ে!
সমস্ত সংযম হারিয়ে যায়!
অথচ আমি বলে উঠতে পারি না কিছু'ই!
ধরা দিই না প্রকাশ্যে।
প্রেমের এই মিষ্টি যন্ত্রণা,
এই অঘোষিত আকাঙ্ক্ষা,
যেন এক প্রান্তহীন সাগর।
তার ঢেউ'গুলো আছড়ে পড়ে মনের উপকূলে,
আবার ফিরেও যায় নীরবে।
তবু আমি অপেক্ষায় থাকি,
হয়তো একদিন তুমি বুঝবে এই নিরবতা,
পড়তে পারবে অঘোষিত হৃদয়ের প্রতিটি শব্দ।
সেদিন,
হয়তো সেদিনই,
প্রকাশিত হবে মনের সুপ্ত ইচ্ছে'গুলো,
আর বাতাসে মিশে যাবে সমস্ত অব্যক্ত দীর্ঘশ্বাস।
=========