এতোদিনের অপেক্ষার প্রহর—
শেষ হলো আজ,
এতো মায়ের কান্নার সাগরে,
ভেসে গেলো অহংকারী প্রসাদ।
অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে,
আজ হলো সেই প্রতীক্ষিত দিন,
কান্নার বন্যায় ভেসে গেলো, অহংকারী প্রসাদ,
মায়ের চোখের জলে ভিজিয়ে দিলো সব।
কত রাত নির্ঘুম কাটিয়ে,
কত প্রার্থনা, কত মিনতি,
অন্যায়ের বিরুদ্ধে এই ক্ষণ,
জয়ের আনন্দে আজ বাংলার ধরা!
মায়েদের হৃদয় আজ খুশিতে ভরা।
অহংকারের প্রাসাদ ধ্বংস,
ভেঙে পড়লো তার গৌরব দেয়াল,
মায়েদের কান্নায় আজ,
সত্য জয়ের গান।
অপেক্ষার প্রান্তরে দাঁড়িয়ে,
মায়েরা আজ হাসছে,
গাইছে বিজয়ের গান,
অহংকারের অবসানে,
সত্য-ন্যায়ের জয় হয়েছে।
এতোদিনের অপেক্ষা শেষ হলো আজ,
মায়ের চোখের জল বেয়ে নামলো বিজয়ের স্রোত,
অহংকারের প্রাসাদ ভেঙে পড়লো ধুলোয়,
কান্নার ঝড় উড়িয়ে নিয়ে গেলো সময়।
প্রতিদিনের সংগ্রাম, নির্ঘুম রাত,
প্রার্থনায় ভরা আশার কণ্ঠ,
অন্যায়ের ভারে নুয়ে পড়া বুক,
আজ পেলো শান্তির সান্ত্বনা।
অহংকারের প্রাসাদ, কতটা উঁচু,
কতটা শক্তিশালী ছিলো তার দেয়াল,
মায়েদের কান্নায় আজ,
সব ভেঙে হয়ে গেলো খণ্ড খণ্ড।
আসন্ন ভোরের আলোতে,
মায়েদের হাসি, আনন্দের সুর,
অপেক্ষার প্রহরে আজ,
সত্যের জয়ের উল্লাস হলো পরিপূর্ণ।
========