চোখের জলে ভিজে যায় হৃদয়ের পৃষ্ঠা।
সেখানে লেখা থাকে না কোনো শব্দ, শুধু'ই অনুভব।
হৃদয়ের ব্যথা কখনো দৃষ্টিগোচর হয় না,
কেউ পড়ে না সেই দগদগে অক্ষরগুলো,
যা রাত্রির আঁধারে জ্বলে-পুড়ে ওঠে।
পাওয়ার আনন্দ যেন ক্ষণিকের রঙিন প্রজাপতি!
তার ডানার ঝলকানি চোখে স্বপ্ন বুনে যায়,
কিন্তু সময়ের সাথে সে উড়ে যায় দূর অজানায়।
তারপর আসে শূন্যতা,
একটা শূন্য খাঁচা, যেখানে স্বপ্নদের আর খুঁজে পাওয়া যায় না।
কিন্তু না পাওয়ার বেদনা?
সে তো সময়ের বুক চিরে রেখে যায় অমোচনীয় দাগ।
সেই দাগের উপরে গড়ে ওঠে প্রতিদিনের গল্প,
কখনো নীরবে, কখনো নিঃশব্দে।
জীবনের প্রতিটি ধাপ যেন সেই দাগের গভীরতা মেপে চলে।
আর স্মৃতির ভাঁজে রেখে যায় একেকটা অজানা কাহিনি।
তবু মানুষ বাঁচে।
চোখের জল শুকিয়ে যায়,
কিন্তু হৃদয়ের বেদনা মিশে যায় অস্তিত্বের সাথে।
আমরা বয়ে বেড়াই সেই শূন্যতা, সেই ব্যথা,
আর তৈরি করি জীবনের নতুন অধ্যায়,
যেখানে আনন্দ আর বেদনা মিলে এক হয়ে বাঁচতে শেখায়।
বাঁচতে শেখায় শূন্যতার শেষে পূর্নতার ছোঁয়া পেতে।
========