হৃদয় জানালায় একদা যে ঢেউ তুলেছিলো,
সে ছিলো যৌবনের উচ্ছ্বাস, বন্যা!
ছিলো এক আশ্চর্য উত্তাল জোয়ার!
সময়ের স্রোতে সেই তটিনী, সুদূরে হারিয়েছে,
রূপকথার মতো হয়ে গেছে অবাস্তব!
স্মৃতির অম্বরে সে আজ শুধুই এক ক্ষীণ প্রতিচ্ছবি।
তবু, এখনও বিকেলের হেয়ালিপনা'য়,
বর্ষার আগমনের কান্নায়,
অথবা সেই নির্ঘুম রাতের নিস্তব্ধতায়!
সবকিছুতেই যেনো তার প্রতিধ্বনি বেজে ওঠে।
শয়নের নিস্তব্ধতা কিংবা স্বপ্নের আবেশ,
একাকী নির্জনতা, অথবা নির্ঘুম ক্লেশ!
সবখানে সে উপস্থিত, ভাসমান।
অবুঝ মন জানে না ভুলে যাওয়া,
তাই, তার'ই স্রোতে ভেসে চলে নিরন্তর।
তটিনীর সেই ঢেউ আজও বয়ে যায় হৃদয় গলি ধরে,
আজও তার স্মৃতির জাল বুনে চলে।
তারই আলাপন, সারাক্ষণ,
প্রতিধ্বনিত মনের গভীর কোনে,
বাস্তব আর অবাস্তবের মেলবন্ধনে।
==========